জানুয়ারি ১২, ২০২৫

রবিবার ১২ জানুয়ারি, ২০২৫

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

Exam Hall
ছবি: সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার এই রুটিনটি আজ মঙ্গলবার (২ এপ্রিল) প্রকাশ করা হয়েছে।

১১টি নির্দেশাবলি সংবলিত এই রুটিনে দেখা গেছে, আগমী ৩০ জুন (রবিবার) বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত।

এদিকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।

পরীক্ষার সময়সূচি (রুটিন) দেখে নিন-

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময়সূচি

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময়সূচি
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে

৮টি সাধারণ শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডর অধীনে সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।