দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) সোমবার (৪ ডিসেম্বর) ২০২৪ কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্তর বিষয়টি নিশ্চিত করেছে। টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আর এই টুর্নামেন্টের ফাইনাল হবে লিওনেল মেসির শহর ফ্লোরিডার মায়ামিতে।
টুর্নামেন্টের গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। ১৪ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে।
টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে।
উল্লেখ্য, কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এর আগেও উত্তর আমেরিকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মূলত ২০২৬ ফিফা বিশ্বকাপকে মাথায় রেখেই যুক্তরাষ্ট্রে আগামী বছরের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।