একদিকে বিশ্বকাপ শুরু হলে ক্রীড়াপ্রেমীদের মনে আনন্দের ঢেউ খেলে যায়, অপরদিকে বিষাদের ঘন্টাও বেজে ওঠে। প্রতি আসরেই নিজেদের আগমনী বার্তা জানান দেয় একঝাঁক উদীয়মান তারকা। আরেকদিকে বয়সের সঙ্গে লড়ে বিদায় নেয় ধ্রুবতারারা। যাকে বলা হয় নতুনের আগমনে পুরনোর বিদায় নেওয়া। এবার বিদায় নেওয়ার তালিকাটা বেশ দীর্ঘ হতে পারে।
এবার ক্রিকেটে শেষ বিশ্বকাপ খেলার তালিকায় থাকতে পারেন বাংলাদেশি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। এ ছাড়া ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের বেন স্টোকস, মঈন আলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদেরও হতে পারে এটিই শেষ বিশ্বকাপ। এ তালিকায় আছেন আরও অনেকে।
চার বছর পর পর বিশ্বকাপ। এবার যারা খেলছেন পরবর্তী আসরে তারা খেলতে পারবেন কি না নিশ্চয়তা নেই। ব্যস্ত খেলার শিডিউলে ইনজুরি, বাদ পড়া কিংবা অন্য কোনো সমস্যা থাকতেই পারে। যেমন টাইগার ওপেনার তামিম ইকবালের কথাই ধরা যাক। কে ভেবেছিল তিনি এ বিশ্বকাপ খেলতে পারবেন না?
ফলে ধরে নেওয়া যায় তামিম ইকবালের জন্য ২০১৯ আসরই ছিল শেষ বিশ্বকাপ। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা এক্ষেত্রে ভাগ্যবান। টাইগার অধিনায়ক সাকিব এ নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলছেন।
ভারত দলেও অনেকের এটাই হতে পারে শেষ ওয়ানডে বিশ্বকাপ। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারাও হয়তো শেষটা দেখছেন এ আসরে। বিশ্ব ক্রিকেটের সেরা ক্রিকেটারদের নিয়ে তাই শেষটা ঘরের মাঠে রাঙানোর স্বপ্ন ভারতের।
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বেন স্টোকস, জো রুট, জস বাটলারদের জন্যও হতে পারে এটা শেষ বিশ্বকাপ। বিদায় বলতে পারেন অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এছাড়া অজি শিবিরে অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মিচেল স্টার্কদেরও আরেকটা বিশ্বকাপ খেলা হতে পারে কঠিন।
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্যও শেষ সুযোগ হতে পারে ভারত বিশ্বকাপ। কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরও এটা হতে পারে শেষবার রাঙানোর মঞ্চ।
এদিকে আফগানিস্তানের মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আর ডেভিড মিলার, শ্রীলংকার দিমুথ করুনারত্নেদের জন্যও ভারত বিশ্বকাপই হতে পারে শেষ।
তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পাকিস্তান। বাবর আজমদের এবারের বিশ্বকাপ দলটা তুলনামূলক তরুণে ভরা। বয়স ত্রিশের আশপাশে প্রায় সবারই। তবে পাকিস্তান ক্রিকেটে চাচা খ্যাত ইফতেখার আহমেদের এটাই হতে পারে শেষ বিশ্বকাপ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC