
রাইজিং স্পোর্টস
এবারের বিপিএল নিলামে দেশের সব তারকা ক্রিকেটারই দলে ঠাঁই পেয়েছেন। তবে শুরুতে অবিক্রিত ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। পরে অবশ্য ভিত্তিমূল্যে দুজনকেই দলে টেনে নেয় রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। রাজশাহী মুশফিককে দলে নেওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছে তাদের প্রধান কোচ হান্নান সরকার। তার দাবি—১ কোটি টাকা লাগলেও মুশফিককেই দলে নিতেন তারা।
তবে তিনি স্বীকার করেন, শুরুতে রাজশাহীর পরিকল্পনায় মুশফিক ছিলেন না। হান্নান বলেন, ‘নিলামে নিজের মতো করে দল সাজানো সবসময় সম্ভব হয় না। মুশফিক শুরু থেকেই আমার পরিকল্পনায় ছিল—এটা বললে মিথ্যে বলা হবে।’
তিনি যোগ করেন, ‘কিন্তু যখন বুঝলাম আমাদের প্রাথমিক পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং মুশফিকের মতো মানসম্মত একজন ক্রিকেটারকে পাওয়ার সুযোগ আছে, তখনই আমি পরবর্তী ধাপগুলোতে সেটা নিয়ে কাজ শুরু করি।’
মুশফিকের প্রতি তাদের আগ্রহ কতটা ছিল, সেটাও স্পষ্ট করে দিয়েছেন হান্নান সরকার। ‘ওই সময়ে যাদের পাওয়া যাচ্ছিল তারা কেউই মুশফিকের ধারেকাছে ছিল না। সে কারণেই আমি ছাড় দিয়েছি। ভেবেছিলাম, তরুণদের পেলে ভালো; আর না পেলে মুশফিকের জন্য অপেক্ষা করব।’
নিলামের শেষদিকে মুশফিককে পেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতিও ছিল তার। ‘সবারই তখন অনেক টাকা বেঁচে গিয়েছিল। আমারও যা ছিল তা খরচ করতে বাধা ছিল না। সেই হিসাবেই মুশফিকের জন্য টাকা রেখেছিলাম এবং প্রয়োজন হলে ১ কোটি পর্যন্ত যাওয়ার প্রস্তুতি ছিল। সৌভাগ্য যে আমরা শেষ পর্যন্ত কম দামেই মুশফিককে পেয়ে গেছি।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC