এপ্রিল ১৮, ২০২৫

শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

১৬ বছরে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি: কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

Hasnat Abdullah
ছবি কোলাজ/গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গত ১৬ বছরে দেশের এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি হয়নি। অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি যেন একটি ‘ট্র্যাডিশনে’ পরিণত হয়েছে।’

এমনকি মন্ত্রী ও সংসদ সদস্যরাও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেন তিনি।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি আক্ষেপ করে বলেন, যারা আজ দুর্নীতির সঙ্গে জড়িত, তারাও একসময় শিক্ষার্থী ছিলেন। আজ তোমরা যেখানে বসে আছো, একদিন তারাও সেখানে বসেছিলেন। কিন্তু তারা সঠিক শিক্ষা পাননি। দুর্নীতিবাজদের দিকে তাকালেই দেখা যায়, তারা সবাই শিক্ষিত, ভালো রেজাল্ট করে নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। কিন্তু সঠিক মূল্যবোধ না থাকায় তারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন।

এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, রিকশাওয়ালা চাইলে পদ্মা সেতুতে দুর্নীতি করতে পারবে না, কারণ তার কাছে সেই সুযোগ নেই। তবে সুযোগ না পেয়ে দুর্নীতি না করা আর সুযোগ পেয়েও দুর্নীতিতে না জড়ানোর মধ্যে পার্থক্য রয়েছে। যে ব্যক্তি সুযোগ পেয়েও দুর্নীতিকে ‘না’ বলে, তিনিই প্রকৃত সৎ ও শ্রেষ্ঠ মানুষ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষকেরা কখনো শিক্ষার্থীদের দুর্নীতির শিক্ষা দেন না। তোমাদের নিজ উদ্যোগে সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাক বা না থাক, আগে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষা তোমাদের প্রস্তুতির একটি ধাপ। এই প্রস্তুতি যত ভালো হবে, ভবিষ্যতের পথচলা ততই মসৃণ হবে। যখন তোমরা সমাজে নিজেকে উপস্থাপন করবে, ঢাবি, বুয়েট কিংবা চুয়েটের শিক্ষার্থী হিসেবে পরিচিতি পাবে, তখন সমাজের নজর থাকবে তোমাদের ওপর। তাই এখন থেকেই নিজেকে যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সময়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. আবদুস সবুর খান, সাবেক সহকারী শিক্ষক মো. জামাল, মো. কবির এবং বর্তমান সহকারী শিক্ষক মো. আজিজুল ইসলাম ও বোরহান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।