এবার ঈদুল ফিতরের আনন্দকে আরও রঙিন করে তুলেছে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি। এম রাহিমের পরিচালনায় বাবা-মেয়ের আবেগঘন গল্প প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করে নিয়েছে। ঈদ উপলক্ষে দেশের ১৭১টি সিনেমা হলে মুক্তি পাওয়া হাফ ডজন সিনেমার মধ্যে ‘জংলি’ দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
মুক্তির পর থেকেই সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সগুলোতে ‘জংলি’র প্রতিটি শো ছিল হাউসফুল। ঈদের তৃতীয় সপ্তাহে এসেও সিনেমাটি দেখার জন্য দর্শকদের ভিড় কমেনি।
এই সাফল্যের ধারা অব্যাহত রেখে মুক্তির মাত্র ১৬ দিনেই দুই কোটি টাকার বেশি আয় করেছে ‘জংলি’। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন সিনেমাটির নির্মাতা এম রাহিম। তিনি লিখেছেন, “‘জংলি’র গ্রস কালেকশন (টিকিট বিক্রি মূল্য) দুই কোটি ছয় লাখ টাকা প্রায়।”
নির্মাতা আরও আবেগাপ্লুত হয়ে বলেন, “পরিবারের সবাই একসঙ্গে হাসছে, একসঙ্গে কাঁদছে বাংলা সিনেমা দেখে, ‘জংলি’ দেখে। আমরা নিশ্চিত, আরও হাজারো-লাখো পরিবারের হাসি-কান্নার কারণ হবো।”
সিনেমাটির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত কলাকুশলীরা। ‘জংলি’তে সিয়াম আহমেদের পাশাপাশি আরও অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC