
মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই সনদ বাস্তবায়ন ও খুনি হাসিনার ফাঁসির দাবিতে লাঠি মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার রাত দশটায় নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ লাঠি মিছিল শুরু হয়ে আব্দুস সালাম হলে গিয়ে শেষ হয়।
এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। "লীগ ধর,জেলে ভর", "আওয়ামী লীগের আস্তানা এ ক্যাম্পাসে হবে না", " আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও,গুড়িয়ে দাও", ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও", ১৩ তারিখ সারাদিন, লীগ ধরে জেলে দিন", শেখ শেখ করিস না, পিঠের চামড়া থাকবে না", "দিল্লি যাদের মামার বাড়ি,দেশ ছাড়ো তারাতারি" ইত্যাদি।
মিছিলে উপস্থিত শিক্ষার্থী মেহেদী হাসান সীমান্ত বলেন, বিগত সময়ে গুম - খুনের মাস্টারমাইন্ড খুনী হাসিনা দিল্লিতে বসে যেই পরিকল্পনা করে বাংলাদেশে ষড়যন্ত্র চালাচ্ছে তা আমাদের জুলাই এর সাথে সম্পুর্ন সাংঘর্ষিক। আমরা কখনোই এ ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না। জুলাই যোদ্ধাসহ দেশের সকলেই আহবান জানাচ্ছি আগামীকাল সারাদিন লীগের ব্যাপারে সতর্ক থাকবেন। আইন শৃংখলা বাহিনীর প্রতি উদার্ত আহবান থাকবে, সরকারের দিক নির্দেশনা অনুসারে আগামীকাল সারাদিন তৎপর থাকুন।
জুলাই আহত শিক্ষার্থী আবু জাফর বলেন, লীগ বাংলাদেশে বর্তমানে একটি মৃত অধ্যায়ের নাম। লীগের ব্যাপারে রায় মানুষ ৫ই আগস্টের পর দিয়েছে। সুতরাং ৫ই আগস্টের গন-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে রাজনৈতিক মৃত্যু হয়েছে, এরপর তারা এদেশে রাজনীতি করতে পারবে না। তাই আগামীকাল দেশের সকলকে আহবান জানাচ্ছি লীগের নাশকতার বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC