
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ১২ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে নাফ নদীর মোহনা থেকে তাদের দুটি নৌকা নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
আটককৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা। তারা হলেন: মো. আলী আহমদ (৩৯), মো. আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মো. মোস্তফা (৩৫) ও নুরুল আমিন (৪৫)।
শাহপরীর দ্বীপ জেলে কমিটির সভাপতি আব্দুল গণি জানান, জেলেরা সেন্টমার্টিন থেকে মাছ শিকার শেষে বাড়ি ফিরছিলেন। নাইক্ষ্যংদিয়া জলসীমা এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকা দুটিসহ ধরে নিয়ে যায়। তিনি বলেন, কিছু জেলে ফিরে এসে এই খবরটি নিশ্চিত করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুপুরে আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা আশা করছি, দ্রুতই তারা নিরাপদে ফিরে আসবেন।”