
ভোক্তা পর্যায়ে আবারও কমেছে বোতলজাত এলপিজি গ্যাসের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি আগস্ট মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১,২৭৩ টাকা নির্ধারণ করেছে। গত জুলাই মাসে এই দাম ছিল ১,৩৬৪ টাকা।
নতুন নির্ধারিত এই দাম আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৬২.৪৬ টাকা থেকে কমিয়ে ৫৮.২৮ টাকা করা হয়েছে।
বিইআরসি-এর চেয়ারম্যান জালাল আহমেদ আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য ঘোষণা করেন।
তবে বিভিন্ন সময় ভোক্তারা অভিযোগ করেছেন যে সরকারের বেঁধে দেওয়া এই দামে দেশের কোথাও এলপিজি গ্যাস বিক্রি হয় না। অনেক সময় জেলাভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়া হয়।
কয়েক মাস ধরে এলপিজি গ্যাসের দাম নিম্নমুখী। এর কারণ হলো, আমদানিনির্ভর এই গ্যাসের আন্তর্জাতিক বাজারদরও কমছে। গত জুলাই মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১,৩৬৪ টাকা এবং জুন মাসে ছিল ১,৪০৩ টাকা।