মে ৬, ২০২৫

মঙ্গলবার ৬ মে, ২০২৫

‘১০ মিনিট’-এর গল্প ছুঁয়ে যাবে হৃদয়

Rising Cumilla - Arosh Khan-Sunerah Binte Kamal
‘১০ মিনিট’ নাটকের দৃশ্যে আরশ ও সুনেরাহ ।ছবি : ফেসবুক থেকে নেওয়া

জাত, ধর্ম, অর্থ কিংবা গায়ের রঙ—এইসব পার্থক্যে যখন মানবতা মুখ থুবড়ে পড়ে, মানুষ হয়ে ওঠে অমানবিক, তখন এক ভিন্ন চিত্রনাট্যের অপেক্ষা। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ যখন উপলব্ধি করে সব ভেদাভেদ অর্থহীন, তখন জেগে ওঠে কেবলই ‘মানুষ’ পরিচয়টি। এমনই এক গভীর মানবিক বার্তা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘১০ মিনিট’, যেখানে জুটি বেঁধেছেন তরুণ অভিনেতা আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল।

এই নাটকটি শুধু একটি গল্প নয়, বরং তরুণ নির্মাতা শরীফ নাসরুল্লাহর দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ। সাংবাদিকতা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা অর্জনের পর এবার তিনি ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন, ‘১০ মিনিট’ নাটকের মাধ্যমে শুরু করেছেন তার পরিচালনা জীবনের নতুন অধ্যায়।

পরিচালক শরীফ নাসরুল্লাহ নাটকটি নিয়ে তার ভাবনা প্রকাশ করে বলেন, “এই নাটকের মাধ্যমে আমরা একটি মানবিক গল্প বলতে চেয়েছি। চারপাশে যখন অমানবিক সব ঘটনা ঘটে, তখনও এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের কঠিন হৃদয়কে স্পর্শ করে, ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। ‘১০ মিনিট’ তেমনই একটি প্রচেষ্টা, যা দর্শকের মনে সেই ভালোবাসার সুবাস ছড়িয়ে দেবে।”

নাটকটির শক্তিশালী গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন নাট্যকার অপূর্ণ রুবেল। শরীফ নাসরুল্লাহর পরিচালনা প্রতিভার প্রশংসা করে তিনি বলেন, “শরীফ নাসরুল্লাহ সাংবাদিক হলেও তার ভেতরে একজন প্রকৃত নির্মাতা লুকিয়ে আছে, তা আমি বহু আগে থেকেই জানতাম। নাটক ‘১০ মিনিট’ নির্মাণের মধ্য দিয়ে সেই ধারণাই আরও স্পষ্ট হলো।”

সম্প্রতি ঢাকার উত্তরাঞ্চলে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। ওয়াটার লিলি পিকচার্সের ব্যানারে নির্মিত এই নাটকটি খুব শীঘ্রই তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

আরও পড়ুন