প্রায় এক দশক বন্ধ থাকার পর অবশেষে ইরান থেকে সরাসরি হজ ফ্লাইট পুনরায় চালু করেছে সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস।
গতকাল রবিবার (১৮ মে) ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই খবর নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, "শনিবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইনাসের একটি ফ্লাইট ইরানি হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে।"
ফ্লাইনাস মূলত সৌদি আরবের একটি স্বল্প খরচের বিমান পরিবহন সংস্থা, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে।
২০১৬ সালে সৌদি আরবের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমরকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাস ও মাশহাদে দেশটির কনস্যুলেটে হামলা হয়। এর জের ধরে ইরান ও সৌদি আরব তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ফলস্বরূপ, ওই বছর ইরান থেকে কোনো হজযাত্রী সৌদি আরবে যেতে পারেননি, কারণ দুই দেশের মধ্যে হজ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি।
পরবর্তী বছরগুলোতে ইরানের ধর্মপ্রাণ মুসলমানদের হজ পালনের অনুমতি দেওয়া হলেও, তাদের সৌদি আরবে যাতায়াতের জন্য কেবল ইরানি চার্টার্ড বিমান ব্যবহারের বাধ্যবাধকতা ছিল। দীর্ঘ বিরতির পর ফ্লাইনাসের এই সরাসরি হজ ফ্লাইট শুরুর ঘটনা নিঃসন্দেহে দুই দেশের মধ্যেকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, আগামী জুনের প্রথম সপ্তাহেই পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর ঘরের মেহমানরা সৌদি আরবের পথে রওনা হয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC