
খুলনার কয়রা উপজেলায় কোস্টগার্ডের একটি অভিযানে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। একই দিন দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটক হওয়া ব্যক্তির নাম মিজানুর রহমান (৪৫), যিনি কয়রা উপজেলার আংটিহারা গ্রামের মৃত সাত্তার আলী গাজীর ছেলে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সোমবার রাত ১টার দিকে কয়রা থানাধীন ছোট অংটিহারা এলাকায় কোস্টগার্ড স্টেশন কয়রা একটি বিশেষ অভিযান চালায়।
অভিযানের সময় মিজানুর রহমানের কাছ থেকে ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দ করা মাংস, মাথা এবং ফাঁদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।