ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলে যারা

Comilla Victorians
কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইল ছবি

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। এরই মধ্যে দলগুলো অনুশীলন শুরু করে দিয়েছে। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও অনুশীলন শুরু করেছে।

হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আসন্ন আসরের জন্য শক্তিশালী দল গঠন করেছে কুমিল্লা। গত আসরের দল থেকে অধিকাংশ খেলোয়াড়কে ধরে রেখেছে তারা।

লিটন দাস, মুস্তাফিজুর রহমানের সঙ্গে মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, রশিদ খান, আন্দ্রে রাসেলরা আছেন কুমিল্লার দলে।

এছাড়া স্থানীয় তরুণ কিছু ক্রিকেটার দলে নিয়েছে কুমিল্লা। এর মধ্যে লেগ স্পিনার রিশাদ হোসেন, তরুণ পেসার মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নিয়েছে তারা।

ড্রাফট থেকে রাকিম কর্নওয়াল ও ম্যাথু ওয়াল্টারকে দলে নিয়েছে কুমিল্লা।

কুমিল্লার দল:

লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তাওহিদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।

মৃত্যুঞ্জয় চৌধুরি, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাখিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।

যাদের ধরে রেখেছে ও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে: লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারিন, তাওহীদ হৃদয়, মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।

ড্রাফট থেকে নেওয়া: মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।