
রাইজিং কুমিল্লা ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ ভোট’-এর কথা বললেও বাস্তবে তারা এতে আন্তরিক নয়। জামায়াতে ইসলামী ক্ষমতার লড়াইয়ে নয়, বরং পুরো জাতিকে বিজয়ী করতেই রাজনীতি করছে। ‘হ্যাঁ ভোটে বাংলাদেশ জিতবে, আর না ভোটে বাংলাদেশ পরাজিত হবে।’
সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি পরবর্তী নির্বাচনে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, যেখানে মা-বোনদের ইজ্জত ও সম্মানের ওপর আঘাত আসবে, সেখানেই সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, যেসব রাজনৈতিক দল প্রকাশ্যে নারীদের কল্যাণের কথা বলে নানা প্রতিশ্রুতি দেয়, বাস্তবে তারাই নির্বাচনী মাঠে নারী কর্মীদের লাঞ্ছিত করছে।
তিনি বলেন, ‘একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত তোলা হচ্ছে—এই দ্বিচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা নারীদের সম্মান দিতে পারে না, তারা ক্ষমতায় গেলে কী করবে, তা সহজেই অনুমেয়।’
রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে। নারীদের হাতে শুধু ফ্যামিলি কার্ড তুলে না দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দখলবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা—এই পাল্লায় কোনো কম-বেশি হবে না। ন্যায়বিচারের ভিত্তিতে প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।’
যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ব্রিটিশ আমলে প্রথম জেলা এবং মহান মুক্তিযুদ্ধে প্রথম হানাদারমুক্ত জেলা হিসেবে যশোরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। যশোরের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো দলের নয়—জনগণের পক্ষে থেকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।
জুলাই বিপ্লবের চেতনায় দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ।’
জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC