
অবশেষে পরিণতি পেতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। পর্তুগিজ ফুটবল তারকা রোনালদো তার প্রেমিকা জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং জর্জিনা তাতে সানন্দে রাজি হয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হীরার আংটি পরা একটি ছবি পোস্ট করে জর্জিনা লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবন এবং অন্য সব জন্মেও।’ এর মধ্য দিয়েই তিনি রোনালদোর প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
গুচির একটি শো-রুমে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার সময় ২০১৬ সালে জর্জিনার সঙ্গে রোনালদোর প্রথম পরিচয় হয়। সেখান থেকেই তাদের প্রেমের গল্পের সূচনা। এখন পর্যন্ত এই জুটি পাঁচ সন্তানের অভিভাবক। এদের মধ্যে আলানা মার্টিনা এবং বেলা এসমেরালদা রোনালদো ও জর্জিনার নিজের সন্তান। এছাড়া যমজ সন্তান এভা ও মাতেও এবং রোনালদোর জ্যেষ্ঠ পুত্র রোনালদো জুনিয়রকেও জর্জিনা নিজের সন্তানের মতোই ভালোবাসেন।
৪০ বছর বয়সী রোনালদো এর আগেও বেশ কয়েকবার জর্জিনাকে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে তিনি বলেছিলেন, ‘সঠিক সময় আসলেই আমরা বিয়ে করব।’
অবশেষে সেই সঠিক সময় এসেছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠানের জন্য। সবকিছু ঠিক থাকলে শিগগিরই হয়তো খুব জমকালো এক বিয়ের অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে।