হিজাব না পরে ইউটিউবে প্রকাশিত এক ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার অপরাধে শাস্তির মুখে পড়েছেন ২৭ বছর বয়সী সঙ্গীতশিল্পী পারাস্তু আহমাদি।
গতকাল শনিবার ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরে মাজানদারান প্রদেশের সারি শহর থেকে এই গায়িকাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী মিলাদ পানাহিপুর।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, কাঁধ খোলা কালো পোশাক পরে গান গাওয়ার ঘটনায় ইরানের সরকার তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে।
প্রতিবেদনে আরও জানা গেছে, এই কনসার্টটিতে কোন দর্শক ছিল না এবং শুধু অনলাইনেই সম্প্রচারিত হয়েছিল। আর ১২ ঘণ্টার মধ্যে ৭৪ হাজার বার দেখা হয়, যদিও ইরানে ইউটিউবের প্রবেশাধিকার সীমিত।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC