শুক্রবার ২১ নভেম্বর, ২০২৫

হাসিনাকে জিয়াউর রহমানের “অর্ধাঙ্গিনী” বলায় কুমিল্লা উত্তরের বিএনপি নেতা শোকজ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -BNP leader from Comilla North slams Hasina for calling her Ziaur Rahman's half-brother
হাসিনাকে জিয়াউর রহমানের "অর্ধাঙ্গিনী" বলায় কুমিল্লা উত্তরের বিএনপি নেতা শোকজ/ছবি: সংগৃহীত

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনা’ বলার কারণে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।

সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এএফএম তারেক মুন্সী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নোটিশটি তাকে দেওয়া হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ঢাকা পোস্টকে নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে যে, গত ৭ নভেম্বর ২০২৫ তিতাস উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতার মাঝে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া ‘৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থলে ‘জননেত্রী শেখ হাসিনা’ বলেছেন। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয় যে, তার এই বক্তব্যে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ কারণে, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের শর্ত পূরণে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার (৯ নভেম্বর) বিকেলে বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার এই বক্তব্যটির একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এই বক্তব্যটি দেন। ১৪ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

এ সময় তার পাশে থাকা অন্যান্যরা ভুলটি শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটির রেকর্ডিং শেষ করা হয়।

বিএনপি নেতার বক্তব্য ও কর্তৃপক্ষের মন্তব্য: অভিযুক্ত তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার ফোনে একাধিকবার কল করা হলেও তার মোবাইলের সংযোগ পাওয়া যায়নি।

অন্যদিকে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী ঢাকা পোস্টকে বলেন, মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার বক্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, যদি তার দেওয়া জবাব যথাযথ না হয়, তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন