কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু।
এর আগে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আনোয়ার হোসেনকে কুমিল্লা নগরীর মুন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC