জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
বুধবার (৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ পাঠানো হয়।
যে ৫ নেতাকে শোকজ করা হয়েছে তারা হলেন—এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে দলের এই ৫ শীর্ষ নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। কিন্তু এই সফরের বিষয়ে রাজনৈতিক পর্ষদকে আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি।
চিঠিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে হবে।
জানা গেছে, ঐতিহাসিক ৫ আগস্ট দিবসে এই ৫ নেতা বাংলাদেশ বিমানের বিজি-৪৩৩ ফ্লাইটে করে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৫ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন। বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি–৪৩৩ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে তারা অবতরণ করেন। খবরটি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়াতে থাকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC