রবিবার ৩১ আগস্ট, ২০২৫

হাসনাতদের জন্য উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Hasnat Abdullah-Rumeen Farhana
হাসনাত আব্দুল্লাহ ও রুমিন ফারহানা/ছবি: সংগৃহীত

বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব কেটে আসছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, রুমিন ফারহানার সঙ্গে তাদের কিছুটা মনোমালিন্য থাকলেও তা এখন মিটে গেছে। তিনি জানান, “আমরা এখানে আসার পর তিনি লোক পাঠিয়েছেন, আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানতে। তিনি আমাদের জন্য কিছু উপহারও পাঠিয়েছেন। এটি আমাদের জন্য একটি ইতিবাচক বার্তা, যা আমাদের অবশ্যই স্বাগত জানানো উচিত।”

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক এক উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ নিজেই এ কথা জানান।

উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, “নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে হামলা হয়েছে, তা আমাদের জন্য একটি বার্তা। তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে এবং নৃশংসভাবে মেরে তাঁর কোমর ভেঙে দেওয়া হয়েছিল। খালেদা জিয়ারও একই পরিণতি হয়েছিল। আমরা যদি নিয়ম পরিবর্তন করতে না পারি, তাহলে একই পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে।”

তিনি জোর দিয়ে বলেন, এই নিয়ম পরিবর্তনের জন্যই তারা ‘সংস্কার’ শব্দটি ব্যবহার করছেন। এই সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনেকেই তাদের নির্বাচন-বিরোধী বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। তবে তিনি স্পষ্ট করেন, বিএনপি নির্বাচনের কথা বললেও, এনসিপি নির্বাচনসহ আরও দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “আমাদের নির্বাচন যেমন লাগবে, তেমনি বিচার ও সংস্কারও লাগবে।” তিনি প্রশ্ন তোলেন, “আমাদেরকে বিনা বিচারে বা বিনা মামলায় পুলিশ ঘর থেকে তুলে নিয়ে যাবে না— এটার কি কোনো ফয়সালা হয়েছে? তুলে নেওয়ার পর পরিবারকে খবর দেওয়া হবে— এটারই বা কি কোনো ফয়সালা হয়েছে? হয়নি তো!”

তিনি আরও বলেন, কোনো কোনো রাজনৈতিক দল মনে করে, যদি ধানের শীষ না থাকে, তাহলে নিজেরাই ব্যালট পেপার ছাপাবে। তবে তিনি এও স্পষ্ট করে বলেন যে এটি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অবস্থান নয়, বরং অনেক দলের মধ্যেই এমন মানসিকতা রয়েছে।

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

আরও পড়ুন