হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ধরনের রিংয়ের দাম কমানো হয়েছে, যা ৩ হাজার টাকা থেকে শুরু করে ৮৮ হাজার টাকা পর্যন্ত। একটি মডেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের ওষুধ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে,
আদেশে বলা হয়েছে, বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ ও কোম্পানির যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনা করে এই দাম কমানো হয়েছে। তবে একটি স্টেন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, মেডট্রনিক, বোস্টন সায়েন্টিফিক এবং অ্যাবট—এই তিনটি কোম্পানির জনপ্রিয় স্টেন্টগুলোর দাম কমেছে।
হাসপাতালের জন্য কড়া নির্দেশনা
আদেশে হাসপাতালগুলোকে কঠোরভাবে এই নির্দেশ মেনে চলার অনুরোধ করা হয়েছে। এতে বলা হয়, অনুমোদিত মূল্য তালিকা ব্যাপক প্রচার করতে হবে। পাশাপাশি, হাসপাতালগুলো স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫% এর বেশি অর্থ আদায় করতে পারবে না। অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের বেশি দামে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস কেনা যাবে না। এই নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিং করার কথাও বলা হয়েছে।
এর আগে গত বছর এপ্রিল মাসে ২৩ ধরনের রিংয়ের দাম নির্ধারণ করেছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। তারও কিছুদিন আগে তিনটি রিংয়ের দাম কমানো হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC