মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫

হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয়পত্র তুলতে লাগবে না জিডি

GD will not be required to retrieve a lost or damaged national identity card.
হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয়পত্র তুলতে লাগবে না জিডি/ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন হবে না। নাগরিকদের ভোগান্তি কমানোর লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) জিডি করার এই বাধ্যবাধকতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইসির এই পদক্ষেপের ফলে এনআইডি সংক্রান্ত সেবা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ এবং এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র নতুন করে পাওয়ার ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) জমা দেওয়ার নিয়মটি নির্বাচন কমিশনের অনুমোদনে বিলুপ্ত করা হয়েছে।

এর মাধ্যমে নাগরিকেরা এখন সহজেই নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন