রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫

হাদীর উপর হামলার ঘটনায় নবীনগরে বিএনপি’র প্রতিবাদ মিছিল

সঞ্জয় শীল,নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - BNP protest march in Nabinagar over attack on Hadi
হাদীর উপর হামলার ঘটনায় নবীনগরে বিএনপি'র প্রতিবাদ মিছিল/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদীর উপর ঢাকায় হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩-১২-২৫) বিকালে নবীনগর সদরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল শেষে উপজেলা পরিষদ রোডে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জোরালো বক্তব্য প্রদান করেন।

নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষরক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, সহ-যুব বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম খাদেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কবি অনন্ত হীরা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, মো. আলমগীর হোসেন, নবীনগর পৌর ছাত্র দলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন, ছাত্র দল নেতা মাজেদুল ইসলাম, আশিকসহ অন্যান্যরা।

আরও পড়ুন