কলকাতার ছোটপর্দা থেকে বড়পর্দা আর এখন ওয়েব সিরিজেরও অন্যতম জনপ্রিয় মুখ মধুমিতা সরকার। তবে সোমবার (১৭ এপ্রিল) সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অসুস্থতার খবর জানান এই অভিনেত্রী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
দেখা যাচ্ছে তাঁর হাতে স্যালাইনের চ্যানেল। ক্যাপশনে মুধুমিতা লিখেছেন, সাংঘাতিক কিছু হয়নি।তবে এখন ভালো আছি। সকলের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।
হাসপাতাল থেকে মধুমিতা বলেন, কয়েকদিন ধরে পেটে তীব্র যন্ত্রণা অনুভব করি। ডাক্তার দেখানোর পর অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন মধুমিতা সরকার। রোববার (১৬ এপ্রিল) এ অভিনেত্রীর অস্ত্রোপচার হয়েছে। তবে এখনও বিশ্রামে থাকতে হবে বেশ কিছু দিন। মধুমিতার সুস্থতার দিকে এগোনোর খবর জানতে পেতে কিছুটা স্বস্তিতে তাঁর ভক্তরাও। অভিনেত্রী কবে কাজে ফেরেন তার অপেক্ষাতেই রয়েছেন তাঁরা।
চিকিৎসকেরা জানান, আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে মধুমিতাকে। তারপরেই ফের ফিরতে পারবেন শ্যুটিং সেটে।
উল্লেখ্য, আপাতত ‘চিনি ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন মধুমিতা। ২০২০ সালে মুক্তি পেয়েছিল চিনি। এবারেও পরিচালনার দায়িত্বে রয়েছেন মৈনাক ভৌমিক। জানিয়েছেন, এটা কোনও সিক্যুয়েল বা প্রিক্যুয়েল নয়। বরং এখানেও ধরা পড়বে বন্ধুত্বের এক মিষ্টি কাহিনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC