সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) পত্রের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার(১৭ জুলাই) দুপুর ৩টার মধ্যে আবাসিক হল ত্যাগ এবং নিরাপদ আবাসস্থলে অবস্থান করার জন্য নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
অপরদিকে, শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার প্রতিবাদে ও হল না ছাড়তে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের ৩টি হলের নারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ইফতেখার হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যাম্পাসে যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্য সরকারের নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দুপুর ৩টার মধ্যে আবাসিক হল ত্যাগ এবং নিরাপদ আবাস্থলে অবস্থান করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC