ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র অরুয়াইল ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ বাচ্চুর মিয়া-র বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিয়ে ও যৌতুক দাবির অভিযোগ এনে মামলা দায়ের করেছে তার দ্বিতীয় স্ত্রী সোনিয়া আক্তার (৩৫)। চলতি বছরের ৩ সেপ্টেম্বর কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন তিনি।
মামলার এজাহারে সোনিয়া আক্তার উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের নেতা বাচ্চু মিয়া মিথ্যা তথ্য দিয়ে বিগত ২০২১ সালের ১৫ অক্টোবর পাঁচ লক্ষ টাকা দেনমোহরে তাকে বিবাহ করেন। পরবর্তীতে বাচ্চুর সঙ্গে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। সেই সংসারে বাচ্চু মিয়ার চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিবাহের সময় উপহার বাবদ স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র দেয়া হয় তবে বাচ্চুর চলাচল শুরু থেকেই ছিলো অস্বাভাবিক। আদম ব্যবসা ও মানুষ ঠকানোর ব্যবসা করা বাচ্চু এক সময় স্ত্রী সোনিয়া আক্তার ও সন্তানের ভরণপোষণ নিয়ে তালবাহানা শুরু করেন। স্ত্রী-সন্তানের ভরণপোষণ না দিলেও শশুর বাড়ি থেকে নানা অজুহাতে ৬ লক্ষ টাকা আনেন বাচ্চু। এতকিছু দিয়েও সন্তুষ্ট করা যায়নি বাচ্চুকে। প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় টাকা দাবি করে স্ত্রীকে মারধর করতেন তিনি।
এদিকে সোনিয়া আক্তারের মামলা দায়েরের পর
আদালত মামলাটি আমলে নিয়ে আসামি বাচ্চু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট আদেশ দেন এবং সেই গ্রেফতারি ওয়ারেন্ট কপি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় প্রেরণ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নারী নির্যাতন ও হত্যা মামলা সহ নানা অপরাধে'র একাধিক মামলায় কিছুদিন আগে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকা বাচ্চু মিয়া'কে গত (২৪ সেপ্টেম্বর) দ্বিতীয় স্ত্রীর দায়ের করা এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC