ঢালিউড আলোচিত তারকাজুটি ছিলেন পরীমনি ও শরিফুল রাজ। ভালোবেসে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২২ সালের ১০ আগস্ট তাদের কোলজুড়ে আসে একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। কিন্তু এর এক বছর পরই দাম্পত্য জীবনের ইতি টানেন রাজ-পরী।
সংসার ভাঙনের পর সন্তানকে নিয়ে শুরু হয় নায়িকার নতুন পথ চলা। পুণ্যর সকল দেখভালের দায়িত্ব নেন মা পরী। অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবা রাজ।বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরীমণি জানান, বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেননি রাজ। সবটাই সামলাতে হয়েছে তাকে।
এমনকি বিশেষ কোনো দিনেও ছেলের পাশে দেখা যায়নি বাবা রাজকে। আর এসব নিয়ে প্রাক্তন স্বামীর প্রতি ক্ষোভও ছিল পরীমণির। তবে এবার যেন ভিন্নতা ঘটলো।সম্প্রতি এক ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে ঘুরছেন বাবা রাজ। গাড়ির স্টিয়ারিংয়ে বসে খুনসুটিতে মেতে ওঠেন বাবা-ছেলে।
সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন রাজ।
সোমবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি আমার চ্যাম্প।’ পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানান রাজ।
এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। সেখানে অনেকেই সাধুবাদ জানিয়েছেন অভিনেতাকে। আবার কেউ সন্তানের প্রতি বাবা হিসেবে তার ভালোবাসার প্রশংসা করছেন। এরইমধ্যে কেউ কেউ আবার নেতিবাচক মন্তব্যও করেছেন।