সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

হজ করতে সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন যাত্রী

passengers arrived in Saudi for Hajj
ছবি: সংগৃহীত

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন বাংলাদেশী।

আজ বৃহস্পতিবার (৩০ মে) হজ পোর্টাল প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানায়।

এতে বলা হয়, হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৪৫ হাজার ৯২৭ জন।

বাংলাদেশ থেকে ১২৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি, সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করে।

গত ৯ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ১০ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২০ জুন । ফিরতি ফ্লাইট শেষ হবে ২২ জুলাই।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।