মানবতার সেবায় চলতি বছরে হজ্জ ক্যাম্পে সেবা দিচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্য ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান কানন।
জানা যায়, চলতি মাসের ২৬ থেকে পহেলা মে পর্যন্ত ঢাকার আশকোনার হজ্জ ক্যাম্পে এই সেবা দিবেন। এবার নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে চতুর্থবারের মতো হজ্জ ক্যাম্পে সেবা প্রদানের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
হজ্জ ক্যাম্পে যাওয়ার বিষয়ে অনুভূতি প্রকাশ করে কানন বলেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, ২০২৫ সালের হজ্জ ক্যাম্পে একজন রোভার স্কাউট সদস্য হিসেবে হজ্জযাত্রীদের সেবা করার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এটি আমার জীবনের এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায়। আমরা জানি, হজ্জ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত। এই পবিত্র যাত্রায় হাজী সাহেবদের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ পাওয়া শুধু একটি দায়িত্ব নয়, বরং একটি ইবাদতের অংশ। আমি আমার রোভার স্কাউট প্রশিক্ষণ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলোকে সর্বোচ্চ আন্তরিকতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে হজ্জযাত্রীদের পাশে থেকে সেবা করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, চলতি বছরে কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৪ জন রোভার এবং ১ জন গার্ল-ইন রোভারসহ মোট ৫ জন হজ্জ ক্যাম্পে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC