২০২৫ সালের হজযাত্রীদের জন্য বেসরকারি খাতে দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সাধারণ হজ এজেন্সি মালিকেরা।
বুধবার (৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে আজ হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে ২০২৫ সালের হজ প্যাকেজের ঘোষণা দেওয়া হয়।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ হজ প্যাকেজের জন্য ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের জন্য ৬ লাখ ৯৯ হাজার টাকা খরচ হবে।
এর আগে বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারিভাবে দুটি ‘হজ প্যাকেজ-২০২৫’ ঘোষণা করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ঘোষিত প্যাকেজ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকা, যা চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC