
গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনের এক বিশেষ বান্ডেল ডিল ক্যাম্পেইন শুরু করেছে, যা চলবে আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী তিনটি ভিন্ন অফার থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন।
এই অফারটির মূল আকর্ষণ হলো স্যামসাং-এর অত্যাধুনিক এআই রেফ্রিজারেটর আরটি ৪৭ ৮এ অথবা আরটি ৪৭ ২২ মডেলের যেকোনো একটি কিনলে গ্রাহকরা পাচ্ছেন অবিশ্বাস্য সব সুবিধা। অফারগুলো হলো:
বিনামূল্যে ২৩ লিটারের সোলো মাইক্রোওয়েভ ওভেন: যারা একটি সাধারণ কিন্তু কার্যকর মাইক্রোওয়েভ ওভেন খুঁজছেন, তাদের জন্য এই অফারটি আদর্শ।
গ্রিল মাইক্রোওয়েভ ওভেনে ৭০% মূল্য ছাড়: গ্রিল ওভেন যাদের পছন্দের তালিকায় রয়েছে, তারা এই অফারে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়ের সুবিধা নিতে পারবেন।
কনভেকশন মাইক্রোওয়েভ ওভেনের যেকোনো মডেলে ৫০% মূল্য ছাড়: মাল্টিফাংশনাল কনভেকশন ওভেন যাদের প্রয়োজন, তারা ৫০ শতাংশ মূল্য ছাড়ে এটি কেনার সুযোগ পাবেন।
স্যামসাং এই ক্যাম্পেইনের মাধ্যমে নিশ্চিত করছে যে ক্রেতারা তাদের ব্যক্তিগত পছন্দ এবং চাহিদা অনুযায়ী সেরা ডিলটি বেছে নিতে পারবেন। সাধারণ সোলো ওভেন, গ্রিল ফিচারযুক্ত ওভেন, অথবা মাল্টিফাংশনাল কনভেকশনাল ওভেন – সব ধরনের ব্যবহারকারীর জন্যই থাকছে বিশেষ কিছু।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এই ক্যাম্পেইন সম্পর্কে বলেন, “আমরা চাই ক্রেতারা নিজেদের ঘরে সেরা অভিজ্ঞতা উপভোগ করুক, আর এজন্যই বিভিন্ন আপগ্রেড ডিলসের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্স প্রযুক্তি সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। এরই মধ্যে আমরা বেশ ইতিবাচক সাড়া পেয়েছি, তাই সবাইকে সীমিত সময়ের এই অফারটি উপভোগ করার আহ্বান জানাচ্ছি।”
এই আকর্ষণীয় অফারটি দেশজুড়ে সকল র্যাংগস ইমার্ট এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল-এর শোরুমে পাওয়া যাচ্ছে।