এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

BNP's hollow balloon has started deflating Says obaidul quader
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৪ ফ্লাইটে তিনি রওনা হন। সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ফ্লাইটটি ৮টা ৪১ মিনিটে ছেড়ে যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ।

তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই ঢাকায় ফিরবেন ওবায়দুল কাদের।