বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার কাকা এবং গায়িকা ক্যারোলিন সেলিকো ২০১৫ সালে তাদের ১০ বছরের সংসার জীবন শেষ করে বিচ্ছেদ গ্রহণ করেন। সেই সময় দুজনই বলেছিলেন এটি পারস্পরিক সম্মতিতে হচ্ছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে এল পাইসের একটি প্রতিবেদনে ক্যারোলিনের মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে।
ক্যারোলিন বলেছেন, "কাকা আমার সাথে কখনো প্রতারণা করেননি। সবসময় আমার সাথে ভালো আচরণ করেছে, আমাকে অসাধারণ একটি পরিবার দিয়েছে। কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি, সবসময় মনে হতো কি যেন নেই। সমস্যা হলো, আমার জন্য সে বেশি নিখুঁত ছিল।"
[caption id="attachment_15671" align="alignnone" width="1200"] কাকা ও ক্যারোলিন-বিচ্ছেদের আগের ছবি।[/caption]
ক্যারোলিনের এই মন্তব্য অনেকের মনে প্রশ্ন তুলেছে। একজন বালন দ'র জয়ী, বিশ্বসেরা সুদর্শন ফুটবলার, যার চারিত্রিক কোনো দোষ নেই এবং সঙ্গীর প্রতি একনিষ্ঠ, তিনিও যদি এমন সমস্যায় পড়েন, তবে সাধারণ মানুষের সংসার টিকে থাকবে কীভাবে!
২০১৫ সালের বিচ্ছেদের পর কাকা ২০১৯ সালে আবার বিয়ে করেন। ক্যারোলিন বর্তমানে মোটরসাইক্লিস্ট এদুয়ার্দো স্কারপার সাথে সম্পর্কে জড়িয়েছেন এবং তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
কাকা এবং ক্যারোলিনের সংসার ভেঙে ক্যারোলিনের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC