শুক্রবার ৫ সেপ্টেম্বর, ২০২৫

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

নোয়াখালী প্রতিনিধি

Wife dies 12 minutes after husband's death, buried side by side
স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন/ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে স্ত্রীর মারা যান।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত দম্পতি ছায়দুল হক (৫৯) ও স্ত্রী বিবি মরিয়ম (৫৫) একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক জননী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবার তাকে কানকিরহাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, একই পরিবারের দুইজন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকালে উন্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন