মার্চ ২৯, ২০২৫

শনিবার ২৯ মার্চ, ২০২৫

স্বাধীনতা দিবসে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ঈদ সামগ্রী বিতরণ

Discussion meeting and distribution of Eid materials by Comilla Metropolitan Jamaat-e-Islami on Independence Day
ছবি: প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লা নগরের রেসিডেন্সিয়াল স্কুলে এক আলোচনা সভা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, মাহবুবর রহমান, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট এরশাদুর রহমানসহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।