
রাইজিং কুমিল্লা প্রতিবেদক

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বুধবার (২৮ জানুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন এ মূল্য আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
সোনার বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে, যদিও গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার পরিবর্তিত হতে পারে।
এর আগে, গত ২৬ জানুয়ারি ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা তখন দেশের সর্বোচ্চ ছিল।
চলতি বছরে সোনার দাম মোট ১৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১২ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। ২০২৫ সালে সোনার দাম সমন্বয় ছিল ৯৩ বার, যার ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
অপরদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, যা রুপার সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড করা হয়েছে।
চলতি বছরে রুপার দাম ১১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৮ বার দাম বৃদ্ধি এবং ৩ বার কমানো হয়েছে।
২০২৫ সালে রুপার দাম পরিবর্তন হয়েছিল ১৩ বার। এর মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC