ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

স্বর্ণের ব্যবসা বাস্তবসম্মত, ভালো ব্যবসা: সাকিব

Gold business is realistic, good business says Shakib Al Hasan
স্বর্ণের ব্যবসা বাস্তবসম্মত, ভালো ব্যবসা: সাকিব। ছবি: সংগৃহীত

স্বর্ণের ব্যবসা বাস্তবসম্মত, ভালো ব্যবসা। এ ব্যবসায় লসের সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এনআরআই জুয়েলারির প্রমোশন অনুষ্ঠানে সাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি এর আগে এনআরআই জুয়েলারির সঙ্গে কাজ করেছেন। আশরাফুল জানান, আবারও এনআরআই জুয়েলারির সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে।

স্বর্ণের ব্যবসা সম্পর্কে সাকিব বলেন, ‘আদিকাল থেকে ইতিহাস বলে স্বর্ণের ব্যবস্থা বাস্তবসম্মত ব্যবসা, ভালো ব্যবসা। কখনও শুনিনি স্বর্ণের দাম কমে। কেউ স্বর্ণ কিনে রাখলেও লস হওয়ার সম্ভাবনা নেই। বিনোয়োগ হিসেবে দেখলে ডায়মন্ডের চেয়ে স্বর্ণের ব্যবসা ভালো।’

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক পাইকারি স্বর্ণালঙ্কার বিক্রয় প্রতিষ্ঠান এনআরআই সম্পর্কে সাকিব বলেন, ‘এনআরআই অনেকদিন সম্মানের সঙ্গ ব্যবসা করছে। আশা করবো, এটি আরও প্রসারিত হবে। যদি বাংলাদেশ ও এখানকার সরকারের সহায়তায় দুই দেশের ব্যবসা আদান-প্রদান হয় সেটা ভালো হবে।’

দুবাই ভিত্তিক এনআরআই জুয়েলারির মালিকানায় রয়েছেন ফেনীর তিন প্রবাসী নজরুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইব্রাহিম। তাদের নামেই এনআরআই-এর নাম নামকরণ হয়েছে। তাদের মালিকানায় আমিরাতে ৪টি জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।