পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্বপ্নজোড়া সামাজিক সংগঠন। আজ শনিবার শাসনগাছা মাস্টার পাড়া রেললাইনের পূর্বপাড়ে অবস্থিত জনসেবা স্কুল প্রাঙ্গণে “সবুজ স্বপ্ন” শীর্ষক এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার পরিচিত আইসিটি বিশেষজ্ঞ ও তরুণদের অনুপ্রেরণার প্রতীক ওহাব স্যার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ইব্রাহীম খলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা মহানগরের ছাত্রনেতা সালেহ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের চেয়ারম্যান শাহরিয়ার ইসলাম সাইফ, কো-চেয়ারম্যান তাহেল ইসলাম সাজিম এবং সদস্যবৃন্দ আশরাফুল ইসলাম, হাবিবা আলম, সামির মজুমদার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ইমরান হোসেন হিমেল।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাঁচুক প্রকৃতি, বাঁচুক পৃথিবী — এই বার্তাকে সামনে রেখেই স্বপ্নজোড়া সামাজিক সংগঠন এই মহৎ উদ্যোগ নিয়েছে।”
উল্লেখ্য, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় কুমিল্লা শহর ও আশেপাশের এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC