ফুটবল মাঠের সবুজ ঘাসে এখনও তার পায়ের জাদু বিদ্যমান, প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করা সেই চিরচেনা ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠের বাইরের ভুবনেও নতুন ইনিংস শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। খবর রটেছে, পর্তুগিজ এই মহাতারকা এবার স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব ভ্যালেন্সিয়া সিএফের মালিকানা নেওয়ার দৌড়ে শামিল হয়েছেন।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের জার্সিতে মাঠ মাতাচ্ছেন রোনালদো। এই মরসুমেও সৌদি প্রো লিগে তার গোলের সংখ্যা ঈর্ষণীয়, ২৪টি। তবে সময়ের নিয়মে ৪০ ছুঁই ছুঁই বয়স, তাই এবার খেলার পাশাপাশি ফুটবলের প্রশাসনিক দিকটিতেও নিজের ছাপ রাখতে আগ্রহী তিনি। সেই স্বপ্নপূরণের প্রথম পদক্ষেপ হিসেবেই ভ্যালেন্সিয়ার মালিকানা কেনার আগ্রহ প্রকাশ করেছেন এই কিংবদন্তি।
লা লিগার এক সময়ের পরাক্রমশালী দল ভ্যালেন্সিয়া বর্তমানে ধুঁকছে। লিগে তাদের অবস্থান ১৪তম। সিঙ্গাপুরের ব্যবসায়ী পিটার লিমের মালিকানায় ২০১৪ সাল থেকে ক্লাবটি তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি। ২০১৯ সালে কোপা দেল রে জিতলেও এরপর থেকে অবনমন বাঁচানোর লড়াইয়েই ব্যস্ত থাকতে হয়েছে তাদের। ক্লাবের এই হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ সমর্থকেরা দীর্ঘদিন ধরেই নতুন মালিকানার দাবি জানিয়ে আসছেন।
এই সুযোগেই ভ্যালেন্সিয়ার দিকে হাত বাড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে, পিটার লিম নাকি ক্লাবটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এবং এর জন্য প্রায় ৪০০ মিলিয়ন ইউরো (৪৩৮ মিলিয়ন ডলার) দাম হাঁকিয়েছেন। রোনালদো ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা শুরু করেছেন। শোনা যাচ্ছে, এই আর্থিক কর্মকাণ্ডে তাকে সহায়তা করছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
উল্লেখ্য, রোনালদো ও পিটার লিমের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো। এমনকি লিমের ছেলে কিয়াত লিমের সঙ্গেও রোনালদোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে দেখা গেছে। রোনালদো সিঙ্গাপুরে গিয়ে লিম পরিবারের আয়োজিত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন।
তবে এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি ভ্যালেন্সিয়া লা লিগায় নিজেদের স্থান ধরে রাখতে পারে, তবেই রোনালদোর প্রস্তাব চূড়ান্ত হবে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে এই প্রথম কোনো বিশ্বখ্যাত ফুটবলার এমন একটি ঐতিহাসিক ক্লাবের মালিক হবেন, যা ফুটবল বিশ্বে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC