স্থায়ীভাবে ক্যাম্পাস স্থাপন ও পরিচালনার জন্য অনুমোদন পেয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)।
সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আপনার আবেদনের প্রেক্ষিতে কমিশন কর্তৃক গঠিত কমিটি স্থায়ী ক্যাম্পাস হিসেবে সৈয়দপুর, শরৎনগর, আদর্শ সদর, কুমিল্লাস্থ ঠিকানাটি সরেজমিনে পরিদর্শন করে।
কমিটির সুপারিশ অনুযায়ী উক্ত ঠিকানায় বিশ্ববিদ্যালযটি শিক্ষাসহ সার্বিক কার্যক্রম যথারীতি পরিচালিত হয় বর্ণিত ঠিকানাটি স্বামী ক্যাম্পাস হিসেবে অনুমোদন দেওয়া হল।
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, কুমিল্লা এর শিক্ষাসহ সকল কার্যক্রম সৈয়দপুর, শরৎনগর, আদর্শ সদর, কুমিল্লাস্থ ঠিকানা ব্যতীত অন্য কোন ঠিকানায় পরিচালনা করা যাবে না।
উল্লেখ্য, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর একটি অগ্রগামী বিশ্ববিদ্যালয়।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি “জ্ঞান, প্রজ্ঞা এবং প্রযুক্তি” মূলমন্ত্রে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসায় প্রশাসন এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রোগ্রামগুলিতে অত্যাধুনিক শিক্ষা এবং গবেষণা প্রদানের লক্ষ্যে কুমিল্লা সেনানিবাসের শান্ত ও সুরক্ষিত পরিবেশে অস্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে স্থায়ী ক্যাম্পাস সৈয়দপুর, শরৎনগর, আদর্শ সদর, কুমিল্লাস্থ ঠিকানায় স্থানান্তরিত হয়েছে।