
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পদ্মপাড়ার মাইনুউদ্দিন সওদাগরের ৫ তলা দালানের ২য় তলার ভাড়াটিয়া প্রবাসী শরীফ মিয়ার ঘর থেকে সন্ধ্যায় নগদ ৭ লক্ষ টাকা ও ২ ভড়ি স্বর্ণ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ সময় স্থানীয়রা জানান, দালান থেকে সন্দেহজনক চোরকে চোর চোর বলে পালিয়ে যেতে দেখেন, টের পাওয়ার আগেই বিদ্যুৎ না থাকায় অন্ধকারে চম্পট দেয় চোর।
প্রবাসী শরীফ মিয়ার স্ত্রী খাদিজা জানান, তারা কেউ বাসায় না থাকার সুযোগে চুরি হয়েছে।
এদিকে চোরের ফেলে যাওয়া মোটরসাইকেলটির নাম্বার ও কনিকাড়া থেকে চুরি হওয়া মোটরসাইকেলের নাম্বারও একই বলে তথ্য পাওয়া যায় নবীনগর থানা থেকে।
নবীনগর থানার এসআই রফিক জানান, তদন্ত চলছে, অভিযোগ সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে।