স্ত্রীর সাথে অভিমান করে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জাহেদ উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে লামা পৌরসভা এলাকার রাজবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। জাহেদ উদ্দিন রাজবাড়ী গ্রামের বাসিন্দা মো. দুলালের ছেলে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত ৯টার দিকে জাহেদ উদ্দিন স্ত্রী রোজিনা বেগমের কাছে কিছু টাকা চায়। স্ত্রী রোজিনা বেগম টাকা নেই বলে জানালে জাহেদ উদ্দিন অভিমান করে ঘর থেকে বের হয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির সামনের একটি কড়ই গাছের ঢালে জাহেদ উদ্দিনকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্বজনেরা।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. এনামুল হক বলেন, 'জাহেদ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC