সম্প্রতি জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে পাওয়া গেছে এক নতুন সিনেমার সেটে, যেখানে তার সঙ্গে আছেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, এবং আর্ট ডিরেক্টর শহীদুল ইসলাম। লোকেশনটি কোনো স্টুডিওর চার দেওয়ালের মধ্যে নয়, বরং সুদূর কাজাখস্তানের এক দুর্গম এলাকা।
তাদের এই দল একসঙ্গে দেখেই অনেকে ধারণা করছেন, এটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিতব্য সিনেমা ‘দম’-এর শুটিং।
এই সিনেমার ব্যাপারে সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন আফরান নিশো নিজেই। তিনি বলেন, “রেদওয়ান রনি অনেক দিন পর কামব্যাক করছেন। ছেলেটা খুবই ভালো এবং ডেডিকেটেড। সে গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে, অনেক দিন ধরে লিখছে।এবং দিস গোনা বি দ্য ফার্স্ট মানে সারভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে।”
আফরান নিশো আরও বলেন, “এবং দিস গোনা বি দ্য ফার্স্ট মানে সারভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে।”
চরিত্রটির প্রস্তুতি নিয়ে নিশো জানান, এই চরিত্রের জন্য তাকে অনেক পরিশ্রম করতে হবে।
তিনি আরও বলেন, ‘ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরম্যান্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচন্ড মানে প্রচন্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC