
রাইজিং কুমিল্লা ডেস্ক
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে বয়স সংক্রান্ত বিধি সংশোধন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে বুধবার (৩ ডিসেম্বর) একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (মহানগরী, জেলা সদর উপজেলা ও উপজেলা সদরে অবস্থিত প্রতিষ্ঠান) প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ২-এ শিক্ষার্থীর বয়স নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সংশোধনী জারি করেছে। সেই সংশোধনীর আলোকে নতুন নির্দেশনা প্রদান করা হয়েছে।
জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৬ বছর বা তার বেশি ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর হতে পারবে এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স ৭ বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর সর্বনিম্ন জন্মতারিখ হবে ১ জানুয়ারি ২০২১ এবং সর্বোচ্চ জন্মতারিখ হবে ৩১ ডিসেম্বর ২০১৮।
মাউশির এই নির্দেশনা অনুযায়ী, অনলাইন ভর্তি কার্যক্রম পরিচালনার সময় সংশোধিত বয়সসীমা কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC