এপ্রিল ৪, ২০২৫

শুক্রবার ৪ এপ্রিল, ২০২৫

সৌদি আরবে রাতে খাবারের জন্য বের হয়ে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসীর মৃত্যু

Comilla expatriate dies in road accident while out for dinner in Saudi Arabia
ছবি: সংগৃহীত

সৌদি আরবে রাতের খাবার আনার জন্য গাড়ি নিয়ে বের হয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ ফারুক (৪৫)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর (বিজিবি ক্যাম্পের পশ্চিমপাশের বাড়ি) গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। তার ছোট ভাই মোহাম্মদ ইমন এই মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ইমন জানান, সাত বছর আগে তার ভাই জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। সর্বশেষ দেড় বছর আগে তিনি দেশে ছুটি কাটিয়ে যান। ফারুক সৌদি আরবে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

ইমন আরও জানান, বুধবার রাত দেড়টায় সৌদি আরবে থাকা তার ফুফাতো ভাই দুলাল ফোন করে তাদের এই দুঃখজনক খবরটি জানান। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।

সৌদি আরবে অবস্থানরত নিহত ফারুকের নিকটাত্মীয় মো. শাহ আলম শাহপরান জানান, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন। রাতের খাবার আনার জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তায় ওঠার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদিকে ফারুকের মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফারুক চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা নিহত ফারুকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং তার পরিবারকে সহযোগিতা করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখবে। এ ব্যাপারে বুড়িচং উপজেলা প্রশাসনও সব ধরনের সহযোগিতা করবে।