সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে দেশটির সরকার। গত এক সপ্তাহে প্রায় ২৪ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের মতো বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে মোট ২৩ হাজার ৮৬৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এদিকে, সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় ৯৭ জনকে এবং পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে, পরিবহন এবং আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়াও, তাদের সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC