দেশের বাজারে আবারো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে কমানো হয়েছে ১ হাজার ১৬৭ টাকা।
বুধবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। এ দাম কার্যকর হবে আজ বৃহস্পতিবার থেকে।
নতুন মূল্য অনুযায়ী ভালো মানের একভরি সোনার দাম অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাজুস। যা এক অক্টোবর কার্যকর হয়। তখন পর্যন্ত ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিলও ৯৮ হাজার ২১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৯৩ হাজার ৭৭৯ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ৯৫১ টাকায় বিক্রি হয়।
এর আরও আগে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। তখন সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমিয়ে লাখের নিচে নেমে আসে সোনার দাম।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC