ডিসেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ ডিসেম্বর, ২০২৪

সোনাইমুড়ীতে হোসেনপুর ফাতেমা (রা.) মহিলা মাদরাসার উদ্বোধন

Inauguration of Hossainpur Fatema (RA) Women's Madrasa at Sonaimuri
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় হোসেনপুর ফাতেমা (রা.) মহিলা মাদরাসার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে (২১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগাঁও ইউনিয়নের হোসেনপুর মধ্যপাড়ায় আনুষ্ঠানিক ভাবে মাদরাসাটির উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলুম ওসমানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শাহ্ জামাল খন্দকার।

উদ্বোধন উপলক্ষ্যে বার্ষিক অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়েছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি রুহুল আমিন খন্দকারসহ অতিথিরা।