মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫

সেলফি দেখে বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম: কাদের

রাইজিং ডেস্ক

BNP leaders are not allowed to sleep at night after seeing selfies says Obaidul Quader
সেলফি দেখে বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম: কাদের। ছবি: এপি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে বিএনপি নেতাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার (১০ সেপ্টেস্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গতকাল শনিবার ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সেলফির প্রসঙ্গে সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির লাফালাফি বন্ধ হয়ে গেছে। দেখতে দেখতে ১৫ বছর কেটে গেছে; আমেরিকার দিকে তাকিয়ে ছিলো তারা। একটা সেলফি দেখেই চোখ মুখ শুকিয়ে গেছে তাদের। রাতের ঘুম শেষ হয়ে গেল। এখনকে নিষেধাজ্ঞা দিবে? ওসব ভয় পায় না আওয়ামী লীগ।’

এ সময় ড. ইউনূস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যিনি শহীদ মিনারে আসেন না, ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে নিন্দা করেন না, তাকে আপন ভাবার সুযোগ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, ড. ইউনূস নোবেল বিজয়ী হয়েও আমাদের দেশের কোনো দুঃখ-কষ্টে নেই। তার জন্য বিএনপির এত মায়াকান্না কেন আমার জানতে ইচ্ছে করে। তারা ভেবেছে ওয়ান ইলেভেনের মতো একটি নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠন করবে। সেদিন আর আসবে না। বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে সেটি ঠিক করে ফেলেছে।

আরও পড়ুন