ডিসেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ ডিসেম্বর, ২০২৪

সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বিশ্বাস তাসকিনের

Taskin believes that it is possible to become a champion if you play your best
সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বিশ্বাস তাসকিনের। ছবি: সংগৃহীত

আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। এদিকে এশিয়া কাপ খেলতে আজ (রোববার) দুপুরে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানের দল। আর দেশ ছাড়ার আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে টাইগার বাহিনী। তবে এর বহরে নেই লিটন দাস ও তানজিম হাসান সাকিব। তানজিমের আলাদা ফ্লাইট থাকলেও লিটন শেষ মুহূর্তে যেতে পারছেন না জ্বরের কারণে।

আসন্ন টুর্নামেন্টে টাইগারদের মূল লক্ষ্য জানিয়ে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’

এশিয়া কাপে এখন পর্যন্ত ৩ বার ফাইনালে খেলেছে বাংলাদেশ। তবে প্রতিবারই তীরে এসে তরী ডুবিয়েছে টাইগাররা। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।

তাসকিন আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন, সবাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।’

শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।